
প্রকাশিত: Sat, May 20, 2023 4:35 AM আপডেট: Sat, May 10, 2025 12:19 AM
জামান পার্ক থেকে পালানোর সময় গ্রেপ্তার ১৪
সন্ত্রাসীদের খোঁজে ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে প্রস্তুত পাঞ্জাব পুলিশ
ইমরুল শাহেদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাতে পুলিশকে অনুমোদন দিতে অস্বীকার করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পুলিশ বাড়ির ভিতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে এই তল্লাশি অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে। জিওটিভি
এর আগে সরকারের একটি প্রতিনিধি দল ইমরান খানের জামান পার্কের বাড়িতে সন্ধ্যায় আলোচনার জন্য পৌঁছায়। পাঞ্জাব সরকার দাবি করেছে, এই বাড়িটিতে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করাই এই তল্লাশি অভিযানের লক্ষ্য।
সরকারের প্রতিনিধি দলে ছিলেন এসপি, ডিআইজি এবং একজন নারী পুলিশ কর্মকর্তা। তার আগে তারা সন্ত্রাসবিরোধী আদালত থেকে সার্চ ওয়ারেন্ট হাতে পান। পাঞ্জাব সরকার বুধবার দাবি করে ইমরান খানের বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের পুলিশে সোপর্দ করার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই)। নতুবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার বেঁধে দেওয়া সময় অতিবাহিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ডনের প্রতিবেদনে বলা হয়, জামান পার্ক থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ১৪ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
প্রতিনিধি দল আধ ঘন্টার সময়ের মধ্যে ইমরান খানের সঙ্গে আলোচনা শেষ করে। এরপর তারা ইমরান খানের আইজীবীদের সঙ্গে আলোচনা করে। তবে তল্লাশি চালানোর সময় গণমাধ্যমও উপস্থিত থাকবে। এ ব্যাপারে পুলিশ সন্তোষ প্রকাশ করেছে।
তল্লাশি অভিযানে অংশগ্রহণের জন্য ৪০০ পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। অভিযান শুরু করার আগে থেকেই বাড়ির চারদিক ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। বৈঠকের আগে জামান পার্কে যাওয়ার সব রাস্তা বন্ধ থাকলেও মল রোড ও ধর্মপুরা রোড খুলে দেওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
